ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, এপ্রিল ২৬, ২০১৯
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে জাতিসংঘের প্রতিনিধি দলের সদস্যরা। ছবি: বাংলানিউজ

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইএমও) এবং আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থার তিন প্রধানের নেতৃত্বে জাতিসংঘের ২০ সদস্যের একটি প্রতিনিধি দল।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে প্রতিনিধি দলের সদস্যরা উখিয়ার বালুখালীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তারা রোহিঙ্গাদের মধ্যে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডাব্লিউএফপি) বিভিন্ন খাবার  বিতরণ করেন।

 

২০ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) সদর দফতরের হাই কমিশনার মি. ফিলিপ্পো গ্রান্ডিসহ জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল (হিউম্যানঅ্যাফেয়ার্স) মার্ক লোকক ও আইএমও এর মহাপরিচালক এন্তোনিও ভিতোরিনো।

এর আগে, বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল তিনটার দিকে ২০ সদস্যের প্রতিনিধি দল ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায়। পরে কক্সবাজার জেলা প্রশাসন ও কক্সবাজার ত্রাণ এবং রোহিঙ্গা শরণার্থী কমিশনারের সঙ্গে পৃথক বৈঠক করেন প্রতিনিধি দলের সদস্যরা।
 
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকেল ৩টায় কক্সবাজারে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে প্রতিনিধি দলটির।

এদিকে গত বুধবার (২৪ এপ্রিল) বিকেলে জাতিসংঘের প্রতিনিধি দলটি ঢাকায় পৌঁছে জাতীয় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।  

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
এসবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।