শুক্রবার (২৬ এপ্রিল ) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। ‘নিরাপদ খাদ্য চাই’ নামে একটি সংগঠন এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, নিরাপদ খাবারের জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে, স্বাধীন দেশে এর চেয়ে লজ্জার আর কিছুই নাই। খাদ্যে ফরমালিন, কার্বাইডসহ রাসয়নিক দ্রব্য মেশানো ভেজাল খাদ্য থেকে নারী, শিশু, বৃদ্ধ কেউ রেহাই পাচ্ছে না। খাদ্যে ভেজালের কারণে আমরা নানা রোগে আক্রান্ত হচ্ছি। খাদ্যে ভেজাল দেওয়া হত্যার সামিল। তাই খাদ্যে ভেজাল সৃষ্টিকারীদের কঠিন শাস্তির আওতায় আনতে হবে। পাশাপাশি খাদ্যে ভেজালের বিরুদ্ধে সবাইকে সচেতন হতে হবে।
সংগঠনের আহ্বায়ক ড. আব্দুর জাহেরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন আব্দুর রহিম বাচ্চু, মোশারফ হোসেন মিলন, হাজী ইকবাল, মির্জা জহিরুল হক মামুন, আলাউদ্দিন আজাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
আরকেআর/আরআইএস/