শুক্রবার (২৬ এপ্রিল) ভোরের দিকে উপজেলার মহানগর উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জীবননগর উপজেলার মহানগর উত্তর পাড়ার ছমির আলীর স্ত্রী আশুরা খাতুন (৬০) ও তার ছেলে ওমর আলী (২৮)।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে অসাবধানতাবশত বাড়ির মালিক ছমিল আলীর ছেলে বউ রুবিনা বারান্দায় ঝুলন্ত বৈদ্যুতিক তারে স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। এসময় তাকে বাঁচানোর জন্য শ্বশুর ছমির আলী, শাশুড়ি আশুরা খাতুন ও স্বামী ওমর আলী ওই তারে হাত দিলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। পরে ওই চারজনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আশুরা খাতুন ও তার ছেলে ওমর আলীকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহামুদ্দিন হেদায়েত সেতু বাংলানিউজকে বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই মা ও ছেলে মারা গেছেন। বাকি দুইজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থার উন্নতি ঘটছে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৯
জিপি