ঢাকা, রবিবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

নরসিংদীতে ৪ জঙ্গির ৩ দিনের রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩৫, এপ্রিল ১৮, ২০১৯
নরসিংদীতে ৪ জঙ্গির ৩ দিনের রিমান্ড

নরসিংদী: নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের চার সক্রিয় সদ্যসের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালতে এ রিমান্ড মঞ্জুর করা হয়।  

আসামিরা হলেন- নজরুল ইসলাম, আবদুল হান্নান, আবদুল মালেক ও রকিবুল হাসান।


 
আদালত সূত্রে জানা যায়, নরসিংদীর শেখেরচর ও মাধবদী এলাকায় দুটি বাড়িতে জঙ্গি আস্তানার ঘটনায় সন্ত্রাস দমন আইনে তাদের নামে পৃথক দুইটি মামলা হয়। এর প্রেক্ষিতে দুপুরে আসামিদের আদালতে হাজির করা হয়। পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

এরআগে, ২০১৮ সালের ২৫ নভেম্বরে মামলার তদন্তকারী কর্মকর্তা মাধবদী থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক আসামিদের গ্রেফতার দেখিয়ে সাতদিনের রিমান্ড আবেদন করেন। আসামিরা প্রত্যেকেই অন্য একটি সন্ত্রাস বিরোধী মামলায় কারাগারে থাকায় তাদের রিমান্ড শুনানি সম্ভব হয়নি। বৃহস্পতিবার সকালে তাদের গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে নরসিংদী আদালতে আনলে তাদের রিমান্ড শুনানি হয়। পরে তাদের প্রত্যেকই তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।