ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ধর্ষণচেষ্টাকারীকে আটক করায় ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে দিল সন্ত্রাসীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৪, আগস্ট ২৪, ২০২৫
ধর্ষণচেষ্টাকারীকে আটক করায় ছাত্রদল নেতাকে ছাদ থেকে ফেলে দিল সন্ত্রাসীরা

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারীকে ধর্ষণের চেষ্টা থেকে উদ্ধার করে মফিজ নামে এক ব্যক্তিকে আটক করেছিলেন ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন মামুন। এর জেরে মফিজের সমর্থকরা মামুনকে মারধর করে চারতলা ভবনের ছাদ থেকে ফেলে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২৩ আগস্ট) সকালে ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চিতাশাল এলাকার ১ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আরাফাত হোসেন মামুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মফিজ এক নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করেন ছাত্রদল নেতা আরাফাত হোসেন মামুন। তিনি মফিজকে আটকে রাখলেও কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে তার সহযোগী আসলাম, জামান, নূর ইসলাম, কালামসহ ৭০-৮০ জন সন্ত্রাসী সেখানে উপস্থিত হয়। তারা প্রথমে মামুনের ওপর হামলা চালায় এবং একপর্যায়ে তাকে চারতলা ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেয়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মামুনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো লিখিত অভিযোগ হাতে পাইনি।

এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।