জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তে বিভুরঞ্জনের দেহে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শেখ মো. এহসানুল ইসলাম।
শনিবার (২৩ আগস্ট) ময়নাতদন্তের পর জানতে চাইলে তিনি এ কথা জানান।
চিকিৎসক শেখ মো. এহসানুল ইসলাম জানান, লাশটিতে কিছুটা পচন ধরেছিল। তবে আমরা আঘাতের চিহ্ন পাইনি। ঢাকায় আমরা দাঁত, চুল, নখ ও লিভারের কিছু অংশ পরীক্ষার জন্য পাঠিয়েছি। সেই প্রতিবেদন আসার পরে আমরা চূড়ান্ত মন্তব্য করতে পারবো।
এ বিষয়ে নৌ পুলিশ সুপার (এসপি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, ময়নাতদন্তে হত্যার কোন আলামত পাওয়া যায়নি। কোন ফিঙ্গারপ্রিন্ট বা আঘাতের কোন চিহ্নও মরদেহে পাওয়া যায়নি।
বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকায় জ্যেষ্ঠ সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বেরোনোর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার নিখোঁজ হওয়ার কথা জানিয়ে সেদিন রাতে রমনা থানায় জিডি করে তার পরিবার। শুক্রবার (২১ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এমআরপি/এএটি