বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (২৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড সংলগ্ন বিএডিসি বীজ ভবনে তিনি এ পরিদর্শনে আসেন।
এ সময় তিনি বিএডিসির কার্যক্রম পর্যালোচনা করেন এবং বীজ সংরক্ষণ ও মান নিয়ন্ত্রণ কার্যক্রমের খোঁজখবর নেন।
এদিকে, বিএডিসি কার্যক্রম পরিদর্শন শেষে উপদেষ্টা মিরপুর দারুস সালাম থানার কার্যক্রমও পরিদর্শন করবেন বলে জানা গেছে।
এমএমআই/আরআইএস