রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সফর করেছেন বিশ্ব ব্যাংক ও বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল। শনিবার (২৩ আগস্ট) সকাল ১১টার দিকে ৫ সদস্যের প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন হাব পরিদর্শন করেন।
‘ডিজিটাল উদ্যোগ এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্প’র আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান কার্যক্রম পর্যবেক্ষণের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন— বাংলাদেশ পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের যুগ্ম প্রধান মোহাম্মদ লুৎফর রহমান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (বিশ্বব্যাংক-৩) যুগ্মসচিব মুহাম্মদ রেজাউল করিম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (সেক্টর-৭) পরিচালক সাইফুল ইসলাম এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (পরিকল্পনা-৩) উপসচিব আবদুল্লাহ আল মামুন। এছাড়াও সফরে ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক (কারিগরি) সুরাইয়া জাহান।
সফরকালে প্রতিনিধি দল রুয়েটে চলমান ও সম্পন্ন হওয়া কোহোর্টের দলভিত্তিক আইডিয়া উপস্থাপনা, কো-লোকেশন ডাটা সেন্টার এবং তথ্য প্রাপ্তি সংক্রান্ত কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সুযোগ-সুবিধা ও সমস্যাবলী সম্পর্কে বিস্তারিত মতামত নেন।
দুপুর ১২টা পর্যন্ত চলা সফরে প্রতিনিধি দল প্রকল্পাধীন কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ ও সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেয়।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট ও কো-টিটিএল হোসনে ফেরদৌস সুমি এবং রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক ড. মো. রবিউল ইসলাম সরকার।
এনডি