ঢাকা, সোমবার, ৯ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৫, আগস্ট ২৪, ২০২৫
ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি

ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

হত্যা মামলায় তাকে বিশেষ অভিযানে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) ডিএমপির সিআইডির একটি আভিযানিক টিম সন্ধ্যায় বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকায় নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান।  

তিনি বলেন, আসামিকে নিয়ে আভিযানিক টিম এরই মধ্যে ঢাকার পথে রওনা দিয়েছে। মামলার বিষয়ে সংশ্লিষ্ট থানা বিস্তারিত জানাতে পারবে।

২০২৪ সালের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদি এবং শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। মামলাটি করেন মো. জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি। মামলায় তৌহিদ আফ্রিদির বাবা গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।

এজেডএস/এমএস/জেএইচ

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।