বুধবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার নশরতপুর ইউনিয়নের মণ্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিকেলে তার মরদেহ উদ্ধার হয়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেসুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে ওই পুকুরে গোসল করতে নেমে ডুবে যায় সুমাইয়া। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডুবুরি দিয়ে খোঁজ করে বিকেলে তার মরদেহটি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৯
এসআরএস