ঢাকা: মেয়ের জামাইয়ের দোকানে দাঁড়িয়ে থাকার সময় হঠাৎ দেয়াল ভেঙে প্রাণ গেল শ্বশুরের। মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে রাজধানীর পশ্চিম রাজাবাজার এলাকায়।
শনিবার (২৩ আগস্ট) দুপুরের দিকে একটি বাড়ির দেওয়ালের ওপরের অংশ হঠাৎ ভেঙে পড়লে আবুল হোসেন বালি ঘটনাস্থলেই মারা যান। নিহত ব্যক্তি পিরোজপুর জেলার বাসিন্দা ছিলেন।
শেরে বাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ ইসলাম কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে।
তিনি বলেন, পশ্চিম রাজাবাজারের সেই বাড়িতে আবুল হোসেন ৩০ থেকে আনুমানিক ৩৫ বছর ধরে কেয়ারটেকার এ চাকরি করে আসছিল এবং সেখানেই থাকতো। ঘটনার সময় তিনি বাসা থেকে বের হয়ে বাড়ির বাউন্ডারির পাশে তার মেয়ের জামাইয়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় সেই বাসারই দেয়ালের একটি অংশ তার ওপরে ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
তবে পুলিশ সংবাদ পেয়ে তার লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগ থেকে উদ্ধার করে। ঘটনার পরপরই লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য সেই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
এজেডএস/জেএইচ