ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

জাতীয়

আগারগাঁওয়ে অবৈধ ফার্মেসিতে অভিযান, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫০, আগস্ট ২২, ২০২৫
আগারগাঁওয়ে অবৈধ ফার্মেসিতে অভিযান, জরিমানা

রাজধানীর আগারগাঁও নিউরোসায়েন্স হাসপাতাল সংলগ্ন এলাকায় বেশি দামে ওষুধ বিক্রয়, অবৈধভাবে সড়কের ওপরে অস্থায়ী ফার্মেসি স্থাপনসহ নানা অপরাধে চারটি ওষুধের দোকানকে আর্থিক জরিমানা করেছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২২ আগস্ট) র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি খান আসিফ তপু বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত র‌্যাব-২ এর একটি দল এ অভিযান চালায়। সংঘবদ্ধ দালাল চক্র নিউরোসাইয়েন্স হাসপাতালের সামনে রাস্তার ওপর অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী ওষুধের দোকানে অতিরিক্ত দামে ওষুধ বিক্রি করছে। তারা অসুস্থ রোগী ও সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতারণাও করে আসছিল।  

তিনি আরও জানান, অভিযান চলাকালে এক সেবাগ্রহীতা অভিযোগ করলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান চারটি ফার্মেসিকে বেশি দামে ওষুধ বিক্রয় ও অবৈধভাবে দোকান স্থাপনের দায়ে প্রতিটি দোকানের মালিককে দুই হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়।

একইসঙ্গে জনশৃঙ্খলা রক্ষা ও সেবা নির্বিঘ্ন রাখতে দোকানগুলোকে মূল সড়ক থেকে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ভবিষ্যতেও এমন অবৈধ কার্যক্রম দমন এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‍্যাব-২ এর কর্মকর্তা।  

এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।