ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

সাত রাস্তায় ট্রাকচালকে মারধর, হাসপাতালে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, আগস্ট ২৩, ২০২৫
সাত রাস্তায় ট্রাকচালকে মারধর, হাসপাতালে মৃত্যু ফাইল ফটো

ঢাকা: রাজধানীর তেজগাঁও সাত রাস্তায় এলাকায় মারধরে আহত ট্রাক চালক শাহ আলম (৪০) শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

পুলিশ বলছে, শুক্রবার রাতে অপর আরেকজন ট্রাকচালক তাকে মারধর করেছে বলে এমন সংবাদ পাওয়া গেছে।

শনিবার (২৩ আগস্ট) সকালে শাহ আলম চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে মারা যান।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে গতকাল দিবাগত রাতে শাহ আলমকে অপর আরেক ট্রাকচালক মারধর করে। এতে শাহ আলম গুরুতর আহত হলে তাকে লোকজন সোরোয়ার্দী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

তিনি আরও জানান, পুলিশ জানতে পেরেছে যিনি মারা গেছেন তিনি ট্রাকচালক ও মারধর করেছেন তিনিও বলে ট্রাকচালক। এ হত্যাকাণ্ডের বিস্তারিত ঘটনা এখনো কিছুই জানা যায়নি। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।