বিজ্ঞানভিত্তিক মাদকবিরোধী পদক্ষেপ গ্রহণের দাবিতে ‘মাদকবিরোধী তারুণ্যের সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আহছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িংয়ের আয়োজনে এ সমাবেশ হয়।
ঢাকা আহছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের যোগাযোগ কর্মকর্তা তরিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে গ্লোবাল ইয়ুথ ডিক্লারেশন অন প্রিভেনশন, ট্রিটমেন্ট অ্যান্ড রিকভারি-২০২৫ উপস্থাপন করেন ফোরামের সমন্বয়কারী মারজানা মুনতাহা। ঘোষণাপত্রটি বিশ্বের বিভিন্ন দেশের তরুণদের অভিজ্ঞতা ও মতামতের প্রতিফলন।
ইয়ুথ লিডার আবু ফয়েজ বলেন, আমরা শুধু মাদকবিরোধী স্লোগানে বিশ্বাস করি না, আমরা চাই বাস্তবসম্মত ও কার্যকর ব্যবস্থা—যা তরুণদের জীবনকে বাঁচাবে।
শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, মাদক থেকে মুক্ত থাকতে হলে প্রয়োজন সহানুভূতিশীল চিকিৎসা, বিজ্ঞানভিত্তিক প্রতিরোধ ও সবার অংশগ্রহণে গড়ে ওঠা একটি সহনশীল সমাজ।
ইয়ুথ অ্যাকটিভিস্ট মাথরি সান বলেন, মাদক সমস্যার সমাধান আবেগ দিয়ে নয়, হতে হবে গবেষণা নির্ভর কার্যকর উদ্যোগের মাধ্যমে।
সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচি গ্রহণের দাবি জানান।
আয়োজকরা আশা প্রকাশ করেন, বাংলাদেশের তরুণরা বৈশ্বিক যুব সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিজ্ঞানভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক মাদক প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম এগিয়ে নেবে।
এমএমআই/আরবি