ঢাকা: দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক বিভুরঞ্জন সরকারের (৭১) খোঁজ মিলছে না। এ ঘটনায় তার পরিবার রাজধানীর রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।
পরিবার জানায়, তিনি গত ১৬ আগস্ট থেকে সাত দিনের ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে মোবাইল ফোন ও ট্যাব বাসায় রেখে বের হন তিনি। এরপর আর ফেরেননি। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে ছেলে ঋত সরকার রমনা থানায় জিডি করেন। জিডিতে উল্লেখ করা হয়, সকাল ১০টার দিকে তার বাবা সিদ্ধেশ্বরীর বাসা থেকে অফিসে যাওয়ার কথা বলে বের হন। তবে আজকের পত্রিকার অফিসে খোঁজ নিয়ে জানা যায়, তিনি সেদিন অফিসেও যাননি।
জিডির তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) অরূপ তালুকদার বাংলানিউজকে বলেন, সাংবাদিক বিভুরঞ্জন সরকারের নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।
এমএমআই/এইচএ/