ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

রূপগঞ্জে গণধর্ষণের অভিযোগে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, এপ্রিল ১৫, ২০১৯
রূপগঞ্জে গণধর্ষণের অভিযোগে আটক ৩

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বৈশাখী মেলা থেকে ফেরার পথে এক নারী পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (১৪ এপ্রিল) রাতে উপজেলার রূপসী বালুর মাঠে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার টুপকার চর এলাকার আনিসুর রহমান, রূপগঞ্জে উপজেলার প্রধান বাড়ির আনোয়ার হোসেনের ছেলে আকাশ মিয়া ও একই এলাকার ঈমান আলীর ছেলে ইসমাইল।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন বাংলানিউজকে বলেন, রোববার রাতে দুই নারী পোশাক শ্রমিক রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার বৈশাখী মেলা থেকে বরপা বাগানবাড়ী এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। এ সময় পথে আগে থেকেই ওৎ পেতে থাকা ছয় বখাটে তাদের পথরোধ করে এক নারী পোশাক শ্রমিককে তুলে রূপসীর বালুর নিয়ে গণধর্ষণ করে। এ সময় তার সঙ্গে থাকা অপর নারী পোশাক শ্রমিক দৌড়ে স্থানীয় একটি মসজিদের ছাদে গিয়ে নিজেকে রক্ষা করে।

পরে খবর পেয়ে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। বাকি তিনজন বখাটেকে আটকের চেষ্টা চলছে বলেও জানান এসআই নাজিম।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।