ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

২০ কেজি গাঁজা ও গাড়িসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, আগস্ট ২৩, ২০২৫
২০ কেজি গাঁজা ও গাড়িসহ ৪ মাদককারবারি গ্রেপ্তার গ্রেপ্তাররা।

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ও একটি গাড়িসহ চার মাদককারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তাররা হলেন- মো. সোহাগ (২০), মো. জুয়েল মিয়া (২২), মো. নোমান মিয়া (৩০) ও মো. বেলাল হোসেন (৪৫)।

শনিবার (২৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগর এলাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর থেকে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবির উত্তরা বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা ও একটি টয়োটা ডিএক্স মডেলের নোয়া গাড়ি জব্দ করা হয়।

তালেবুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছেন। উদ্ধারকৃত গাঁজা একই উদ্দেশে তাদের কাছে ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় ডিবি।

এসসি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।