ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

জাতীয়

তেজগাঁওয়ে ‘পাওনার’ দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৩, আগস্ট ২৩, ২০২৫
তেজগাঁওয়ে ‘পাওনার’ দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর তেজগাঁওয়ের তিব্বত এলাকায় বন্ধ কারখানা থেকে ন্যায্য পাওনার দাবিতে সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত ৭০০-৮০০ শ্রমিক সেখানে আন্দোলন করেন।

পরে তারা সরে যান।

জানা গেছে, ‘পশ’ নামে একটি কারখানা সম্প্রতি বন্ধ করে দেওয়া হয়। তখন নিয়ম অনুসারে, শ্রমিকদের বেতন-বোনাসও দিয়ে দেওয়া হয়। কিন্তু শ্রমিকদের দাবি, শ্রম আইন অনুসারে কারখানায় তাদের আরও অনেক অধিকার ও পাওনা আছে, সেটা দিতে হবে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন জানান, কারখানা কর্তৃপক্ষ থেকে জানা গেছে, নোটিশ দিয়ে কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং নির্ধারিত নিয়ম অনুসারে, শ্রমিকদের বেতন-বোনাস দেওয়া হয়েছে। কিন্তু শ্রমিকদের দাবি, তাদের আরও অধিকার ও পাওনা আছে।

ওসি জানান, শ্রমিকদের আন্দোলনের সময় রাস্তায় কোনো বিশৃঙ্খলা হয়নি। তবে সড়ক অবরোধের কারণে যানজট বেঁধে ভোগান্তি হয়। পরে শ্রমিকরা উঠে যান।

আগামীকাল রোববার (২৪ আগস্ট) কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে এ সংক্রান্ত একটি সভা হবে। সেখানে শ্রমিকদের দাবির বিষয়টি আলোচনা হবে জানা গেছে।

এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।