ঢাকা, মঙ্গলবার, ২৯ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে বাধা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৪৫, অক্টোবর ১৪, ২০২৫
শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে বাধা

বাড়ি ভাড়া বাড়ানোসহ শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।  

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে শহীদ মিনার থেকে শিক্ষকরা কর্মসূচি শুরু করে সামনে গেলে হাইকোর্ট এলাকায় পুলিশ তাদের বাধা দেয়।

এর আগে দুপুর ১২টার দিকে তাদের কর্মসূচি শুরু করার কথা ছিল। এ বিষয়ে তখন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সভাপতি এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেছিলেন, প্রশাসনের অনুরোধে মার্চ টু সচিবালয় কর্মসূচি কিছুটা বিলম্বে শুরু হবে। মার্চ টু সচিবালয় কর্মসূচি স্থগিত করা হয়নি।

২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপনের দাবিতে শিক্ষকদের এ কর্মসূচি চলছে।  

এমআইএইচ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।