তিনি বলেন, ছুটির দিন হওয়ায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে, ভবনটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা দুর্বল।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে ওই ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আনোয়ার হোসেন।
আনোয়ার হোসেন বলেন, ভবনের ছয়তলায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত উপস্থিতির কারণে আগুন ওপরের তলায় ছড়াতে পারেনি। তবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও জানা যায়নি। তদন্ত-সাপেক্ষে তা জানানো হবে।
এরআগে রোববার (১৪ এপ্রিল) বিকেল ৫টা ৫ মিনিটে ওই ভবনের ছয়তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের কর্মীদের প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এমএমআই/ওএইচ/