সোমবার (১৫ এপ্রিল) দুপুর ১২ টায় বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলার তারাব এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক মো. শহীদুল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, নদীর সীমানা পিলারের দেড়শ ফুট ভেতরে গড়ে উঠা প্রায় অর্ধশত স্থাপনা ভেঙে দেয়া হয়েছে। এ সময় অবৈধ দোকানপাট থেকে জব্দ করা কাঠ, টিন, বালুসহ বিভিন্ন মালামাল দুই লাখ বিশ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
নদী দখলমুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলেও জানান মোস্তাফিজুর রহমান।
নারায়ণগঞ্জ নদীবন্দরের উপ-পরিচালক মো. শহীদুল্লাহ জানান, উচ্ছেদের আগে অবৈধ দখলদারদের স্থাপনা ও মালামাল সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু পরেও তারা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদে অভিযান চালানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
ওএইচ/