ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

হত্যা মামলার আসামি গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৬, এপ্রিল ৬, ২০১৯
হত্যা মামলার আসামি গ্রেফতার প্রতীকী ছবি।

সিলেট: ডাকাতি ও হত্যাসহ ১৭ মামলার আসামি কুখ্যাত ছিনতাইকারী মহসীন দেওয়ানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৫ এপ্রিল) তাকে চাঁদপুর জেলার মতলব এলাকা থেকে গ্রেফতার করে কোতোয়ালি পুলিশ।

সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুছা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারের পর শুক্রবারই তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া মহসীন দেওয়ান চাঁদপুরের মতলব উপজেলার চেঙ্গেরচর আদর ভিটা গ্রামের ফজলুল হক দেওয়ানের ছেলে। মহসীন দেওয়ানের বিরুদ্ধে ২টি মামলায় ৭ বছরের সাজা, ১৩ টি মামলা বিচারাধীন এবং ২টি মামলা তদন্তাধীন রয়েছে। এসএসপি পুলিশের সহকারী কমিশনার (এসি-কোতোয়ালি)  মো. ইসমাইলের নেতৃত্বে একদল পুলিশ  বিভিন্ন এলাকায় অভিযান চালায়। পরে আসামির ছবিসহ বিভিন্ন তথ্যাদি মতলব থানায় পাঠায়। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম শুক্রবার  রাতে মতলব থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত মহসীন দেওয়ান পেশাদার ছিনতাইকারী। সিলেট মহানগর এলাকাসহ জেলার বিভিন্ন থানা এলাকায় ছিনতাই করাই ছিলো তার নেশা ও একমাত্র পেশা। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যেই তাকে আদালতের মাধ্যমে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হবে।

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, এপ্রিল০৬, ২০১৯
এনইউ/এসএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।