শনিবার (৬ এপ্রিল) ভোরে বেগমগঞ্জ উপজেলার মহেষগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নোয়াখালী ফায়ার সাভির্সের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, ভোর রাত ৩টার দিকে চৌমুহনীর মহেষগঞ্জ বাজারে আগুন লাগার খবর পেয়ে প্রথমে চৌমুহনী দমকল বাহিনী পরে পার্শ্ববর্তী মাইজদী, সোনাইমুড়ী ও কোম্পানীগঞ্জ থেকে মোট সাতটি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরো জানান, আগুনে অন্তত ১৫ থেকে ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আরো কয়েকটি আংশিক ক্ষতি হয়েছে। তবে পুড়ে যাওয়া বেশীর ভাগ দোকান চালের আড়ত ও মুদি সামগ্রীসহ অন্যান্য সামগ্রীর দোকান ছিল।
তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি জানাতে পারেননি। বিষয়টি তদন্ত করে বলা যাবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
আরএ