ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

চৌমুহনীতে আগুনে ২০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০২, এপ্রিল ৬, ২০১৯
চৌমুহনীতে আগুনে ২০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই ২০ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

নোয়াখালী: নোয়াখালী জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর মহেষগঞ্জ বাজারে আগুনে ২০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা হতে পারে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন।  

শনিবার (৬ এপ্রিল) ভোরে বেগমগঞ্জ উপজেলার মহেষগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নোয়াখালী ফায়ার সাভির্সের সহকারী পরিচালক হুমায়ুন কবির জানান, ভোর রাত ৩টার দিকে চৌমুহনীর মহেষগঞ্জ বাজারে আগুন লাগার খবর পেয়ে প্রথমে চৌমুহনী দমকল বাহিনী পরে পার্শ্ববর্তী মাইজদী, সোনাইমুড়ী ও কোম্পানীগঞ্জ থেকে মোট সাতটি অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো জানান, আগুনে অন্তত ১৫ থেকে ১৬টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আরো কয়েকটি আংশিক ক্ষতি হয়েছে। তবে পুড়ে যাওয়া বেশীর ভাগ দোকান চালের আড়ত ও মুদি সামগ্রীসহ অন্যান্য সামগ্রীর দোকান ছিল।  

তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা তিনি জানাতে পারেননি। বিষয়টি তদন্ত করে বলা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৫৪ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।