সকালে শুরুতেই রাজধানীতে হঠাৎ বৃষ্টি
ঢাকা: সকাল ৮টা থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হতে থাকে ধীরে ধীরে। এরপর শুরু হয় রাজধানীতে মুষলধারে বৃষ্টি। প্রচণ্ড বৃষ্টিতে কয়েক মিনিটের মধ্যেই রাজধানীর বিভিন্ন সড়কে জমে পানি।সঙ্গে ছিলো বজ্রপাত। হঠাৎ এ বৃষ্টিতে যেন আচমকাই থমকে যায় রাজধানীবাসীর স্বাভাবিক জীবনযাত্রা। ফলে ভোগান্তিতে পড়েছেন কর্মস্থলমুখী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীরা।
শনিবার (৬ এপ্রিল) কর্মব্যস্ত সকালটা বৃষ্টির সঙ্গে এভাবেই শুরু হয় রাজধানীবাসীর। অফিস যাওয়ার পথে অনেকেই মাঝরাস্তায় বৃষ্টির তোপে পড়ে আশ্রয় নিতে হয় বিভিন্ন দোকানে ও বিভিন্ন বাসার বারান্দায়।
তবু বৃষ্টি উপেক্ষা করেই সকালেই কর্মমুখী মানুষের দৌড়ঝাঁপ লক্ষ্য করা গেছে বিভিন্ন এলাকায়। অনেককেই আবার বৃষ্টিতে কাকভেজা হয়ে অফিসে পৌঁছান।
এদিকে সকালেই ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টির কারণে রাস্তায় যানবাহনের সংখ্যা কম দেখা যায়। এতে অফিসগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। রাস্তার বিভিন্ন মোড়ে মোড়ে বাসের জন্য অপেক্ষা করতে হয় লোকজনকে। আবার প্রস্তুতি না থাকায় ছাতা ছাড়া বৃষ্টিতে ভিজতে দেখা যায় পথচারীদের।
বাংলাদেশ সময়: ০৮৪৭ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।