শুক্রবার (০৫ এপ্রিল) সন্ধ্যার পর কিশোরগঞ্জ শহরের মনিপুরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিবুর রহমান হাবিব কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাহ্মণকান্দি গ্রামের আব্দুর রাশিদের ছেলে।
আটক শামীম আহমেদ আকাশ একই গ্রামের দুলালের ছেলে। তারা দূর সম্পর্কের চাচা-ভাতিজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় বছর আগে হাবিবের পুত্রবধূ রওশন আরা খুন হয়। এ খুনের ঘটনায় জড়িত সন্দেহে রওশন আরার স্বামী হুমায়ুনকে আটক করে পুলিশ। পরে হুমায়ুন ১৬৪ ধারায় জবানবন্দিতে স্ত্রী হত্যায় জড়িত আকাশের নাম বলে। এতে হুমায়ুনের বাবা হাবিবের হাত রয়েছে সন্দেহে আকাশ হাবিবের প্রতি ক্ষুব্ধ ছিল। এর জের ধরে শুক্রবার সন্ধ্যার পর হাবিবকে ছুরিকাঘাত করে আকাশ। এতে ঘটনাস্থলেই হাবিবের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। আটক আকাশকে হাসপাতালে চিকিৎসা দিয়ে রাতেই পুলিশের হেফাজতে নিয়ে গেছে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক বাংলানিউজকে জানান, ঘাতক আকাশকে আটক করা হয়েছে।
এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময় : ০৫৪৭ ঘণ্টা, ০৬ এপ্রিল, ২০১৯
জেআইএম