ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪২, এপ্রিল ৬, ২০১৯
সিলেটে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ ফাইল ছবি

সিলেট: মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (০৫ এপ্রিল) রাত পৌ‌নে ১১টার দিকে মাইজগাঁও স্টেশন সংলগ্ন এলাকায় শাহজালাল সারকারখানা থেকে সার বহনকারী বিসি স্পেশাল ট্রেনের বগি‌টি লাইনচ্যুত হয়েছে।

এর ফলে রাত ১০টায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেস মোগলাবাজর স্টেশনে ও চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস জালালাবাদ সিলেট রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে।

সিলেটের মাইজগাঁও রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার ইমাম হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, সারকারখানা থেকে মাল নিতে আসা বিসি স্পেশাল ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। ট্রেনটি উদ্ধারে কুলাউড়া ও সিলেট রেলওয়ে স্টেশন থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।     

এ বিষয় সিলেট রেলও‌য়ে স্টেশন ম্যানেজার কাজী শ‌হিদুল ইসলামের সঙ্গে মোবাইলে যোগা‌যোগ করা হলে তিনি কল রিসিভ করেন‌নি।

তবে সিলেট রেলও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজল হো‌সেন চট্টগ্রাম থেকে খালি ওয়াগন নিয়ে আসার সময় ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, সংশ্লিষ্টরা লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘন্টা, এপ্রিল ০৬, ২০১৯
এনইউ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।