ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

কুষ্টিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৩৭, এপ্রিল ৬, ২০১৯
কুষ্টিয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত  নিহত ভাষা শেখের মরদেহ

কুষ্টিয়া: কুষ্টিয়ার পোড়াদহে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ভাষা শেখ (৪৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শুক্রবার (০৫ এপ্রিল) রাত ৯টার দিকে পোড়াদহ ইউনিয়ন পরিষদের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত ভাষা শেখ পোড়াদহ এলাকার আব্দুল গণি শেখের ছেলে।

 পোড়াদহ বাজারে তার একটি চায়ের দোকান আছে।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, পারিবারিক কলহের জের ধরে ভাষা শেখের ভাতিজা বাদশা (২৬) রাত ৯টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে তাকে আঘাত করেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক ভাষা শেখকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এই ঘটনায় অভিযুক্ত বাদশা পলাতক রয়েছেন। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।