ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

চা বাগানে মুগ্ধ বিদেশি কূটনীতিকরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫২, এপ্রিল ৫, ২০১৯
চা বাগানে মুগ্ধ বিদেশি কূটনীতিকরা মুগ্ধ হয়ে শ্রীমঙ্গলের চা বাগান দেখছেন কূটনীতিকরা

ঢাকা: বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন বিদেশি মিশনের কূটনীতিকরা আনন্দ ভ্রমণে শ্রীমঙ্গলে গিয়ে চা বাগান ঘুরে দেখেছেন। এসময় তারা মুগ্ধ হয়েছেন চা বাগানের সৌন্দর্যে।

শুক্রবার (৫ এপ্রিল) শ্রীমঙ্গলের চা বাগান ঘুরে দেখেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ একে আবদুল মোমেনের নেতৃত্বে ঢাকার বিদেশি মিশনের ৩৫ জন মিশন প্রধান ও ৭টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি শুক্রবার শ্রীমঙ্গলে আনন্দ ভ্রমণে যান।

ড. মোমেন কূটনীতিকদের জন্য এ আনন্দভ্রমণের আয়োজন করেন।  

শুক্রবার বিকালে ইস্পাহানি কোম্পানির চা বাগান ঘুরে দেখেন তারা। কূটনীতিকদের মধ্যে অনেকেই এই প্রথম শ্রীমঙ্গল চা বাগান পরিদর্শন করলেন। চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তারা।  

বিদেশি কূটনীতিকদের বাংলাদেশের পর্যটনে আকৃষ্ট ও তাদের সঙ্গে সম্পর্ক আরো গভীর করতেই এই আনন্দভ্রমণের আয়োজন করেছেন ড. মোমেন। এ কারণেই তিনি বাংলাদেশের অন্যতম পর্যটনসমৃদ্ধ মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকাকে বেছে নিয়েছেন।

শুক্রবার দুপুরে কূটনীতিকরা শ্রীমঙ্গলে পৌঁছান। শনিবার তারা ঢাকায় ফিরবেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।