শুক্রবার (০৫ এপ্রিল) সকালে মিরপুর পৌরসভার ১নং ওয়ার্ডের সুলতানপুর মহল্লা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। নিহত সঞ্চিতা সুলতানপুর মহল্লার খোকনের স্ত্রী।
নিহত গৃহবধূর শ্বশুর কালাম বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (০৪ এপ্রিল) রাতে ছেলেকে ওষুধ খাওয়ানো নিয়ে সঞ্চিতাকে তার শাশুড়ি গালমন্দ করেন। এতে ক্ষুব্ধ হয়ে নিজ ঘরে রশিতে ঝুলে সঞ্চিতা আত্মহত্যা করেন। তাকে কোনো নির্যাতন করা হয়নি।
গৃহবধূর বাবা সাইদুল ইসলামের অভিযোগ, তিনি তার জামাতাকে নগদ ৫০ হাজার টাকাসহ অনেক সময় মোটা অঙ্কের টাকা দিয়েছেন। এরপরেও জামাতা ও মেয়ের শাশুড়ি প্রায়ই সঞ্চিতার সঙ্গে দুর্ব্যবহার করতেন। আমি এর বিচার চাই।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বাংলানিউজকে জানান, সঞ্চিতার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
এনটি