ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

তারেকসহ দণ্ডিত সব আসামিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১১, এপ্রিল ৫, ২০১৯
তারেকসহ দণ্ডিত সব আসামিকে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বাম থেকে বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও ৩৫ দেশের রাষ্ট্রদূত। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: তারেক জিয়াসহ বিদেশে পালিয়ে থাকা দণ্ডিত সব আসামিকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে মৌলভীবাজার ভ্রমণে এসে তিনি এ বলেন।  

তার নেতৃত্বে ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা সংক্ষিপ্ত ভ্রমণে মৌলভীবাজারে আসেন।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহস্পতিবার যুক্তরাজ্যের রাষ্ট্রদূত আমার অফিসে এসেছিলেন এসময় আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আমাদের দেশের একজন (তারেক জিয়া) চিহ্নিত সাজাপ্রাপ্ত অপরাধী আপনাদের দেশে রয়েছে। তাকে আমরা দেশে এনে বিচারের কাটগড়ায় দাঁড় করাতে চাই। তিনি জানিয়েছেন তাদের দেশের কিছু আভ্যন্তরীণ নিয়মের কারণে সেটি সম্ভব হচ্ছে না। তবে সরকারের পক্ষ থেকে তারেক জিয়া শুধু নয় সব অপরাধীদের ফিরিয়ে আনার জোর চেষ্টা চলছে।

৩৫টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের নিয়ে তার এই সংক্ষিপ্ত সফরের ব্যাপারে মন্ত্রী বলেন, বাংলাদেশ অপরূপ সুন্দর একটি দেশ। ঢাকায় বসে বাংলাদেশের এই সৌন্দর্য অনুমান করা যায় না। তাই পররাষ্ট্রমন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের দেশের এই নৈসর্গিক এলাকায় নিয়ে এসেছি। আর তা দেখে তারাও অভিভূত হয়েছেন।  

এর আগে দুপুর ১টার দিকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য উপভোগ করতে বাংলাদেশে নিযুক্ত ৩৫টি দেশের রাষ্ট্রদূত ও ৭টি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিদের নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফে আসেন মন্ত্রী।

এ সময় তাদের স্থানীয় মনিপুরী নৃত্যে ও ফুলের মালা দিয়ে বরণ করে নেয়া হয়। পরে তারা বিভিন্ন চা-বাগান ও আদিবাসী পাড়াসহ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকা ঘুরে বেড়ান।  

এ সফরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, স্পেন, ফ্রান্স, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও মিশরসহ ৩৫টি দেশের রাষ্টদূত ও তাদের পরিবারের সদস্যরা এসেছেন।  

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।