ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

সুপ্রভাতের ঘাতক ‘সেই’ বাস মালিক ৩ দিনের রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৭, এপ্রিল ৫, ২০১৯
সুপ্রভাতের ঘাতক ‘সেই’ বাস মালিক ৩ দিনের রিমান্ডে ঘাতক সুপ্রভাত বাসের মালিক ননী গোপাল

ঢাকা: রাজধানীর নর্দ্দা এলাকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) শিক্ষার্থী আবরারকে চাপা দেওয়া সুপ্রভাত পরিবহনের ঘাতক ‘সেই’ বাসের মালিক ননী গোপালের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (০৫ এপ্রিল) মামলার তদন্তকারী কমকর্তা আসামিকে তিনদিনের রিমান্ডের আবেদন করেন। অপরপক্ষ রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।

মহানগর হাকিম বাকী বিল্লাহ উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন বাতিল করে ননী গোপালের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (০৪ এপ্রিল) মুগদা এলাকা থেকে সুপ্রভাত পরিবহনের ঘাতক বাসের (ঢাকা মেট্রো-ব-১১-৪১৩৫) মালিক ননী গোপালকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে শুক্রবার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি পুলিশকে বলেন, বাসটির পারমিট ছিলো মহাখালী-ব্রাহ্মণবাড়িয়া রুটের। কিন্তু কোম্পানির প্রতিনিধির যোগসাজশে বাসটি সদরঘাট-গাজীপুর রুটে চলাচল করে আসছিল

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।