ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

পেঁয়াজের ট্রাক থেকে ফেনসিডিল জব্দ, আটক ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৩, এপ্রিল ৫, ২০১৯
পেঁয়াজের ট্রাক থেকে ফেনসিডিল জব্দ, আটক ২  জব্দকৃত ফেনসিডিল ও আটক দুইজন

সাতক্ষীরা: সাতক্ষীরায় পেঁয়াজের ট্রাক থেকে সাড়ে ১৪শ’ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৫ এপ্রিল) সকালে তালা উপজেলার নওয়াপাড়ার ধলবাড়িয়া থেকে পুলিশ তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- জেলার কালিগঞ্জ উপজেলার চালিতাবাড়িয়া গ্রামের কাউছার খাঁর ছেলে ট্রাক চালক রেজাউল করিম বাবু ও সাতক্ষীরা শহরের ইটাগাছা গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে হেলপার শফিকুল ইসলাম।

তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির বাংলানিউজকে জানান, ভোমরা থেকে পেঁয়াজ ভর্তি একটি ট্রাক (সাতক্ষীরা ট ১১-০১০১) ঢাকায় যাচ্ছিল। ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তালা উপজেলার ধলবাড়িয়ায় ট্রাকটির গতিরোধ করে তল্লাশি করে। এসময় ট্রাকটি থেকে সাড়ে ১৪শ’ বোতল ফেনসিডিল পাওয়া যায়। পরে পুলিশ ট্রাকসহ চালক ও হেলপারকে আটক করে।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।