ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

পদ্মায় ফেরি থেকে পড়ে যুবক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৫, এপ্রিল ৪, ২০১৯
পদ্মায় ফেরি থেকে পড়ে যুবক নিখোঁজ ফেরির ফাইল ফটো

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরের কাঁঠালবাড়ী নৌঘাটে ফেরি থেকে পদ্মানদীতে পড়ে মেহেদী হাসান রকি (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) দিনগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তার খোঁজে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে শিবচর ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রস্তুতি নিচ্ছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে।

নিখোঁজ যুবক মাদারীপুরের ঘটকচর এলাকার মিজান হাওলাদারের ছেলে। খালার বাড়ি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে  যাচ্ছিলেন তিনি।

জানা গেছে, বরিশাল থেকে ঢাকার উদ্দেশে মেঘনা পরিবহনে করে কাঁঠালবাড়ী ঘাটে আসেন রকি। এ সময় তার ভাবিসহ পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন। ফেরিতে গাড়ি উঠার পর তিনি গাড়ি থেকে নেমে ফেরির রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়ান। এসময় হঠাৎ পা পিছলে নদীতে পড়ে যান ওই যুবক। এরপর থেকে তিনি নিখোঁজ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শিবচর স্টেশনের কর্মকর্তা মুর্তজা ফকির বাংলানিউজকে বলেন, বুধবার রাতে ফেরি থেকে পা পিছলে নদীতে পড়ে যান যুবক মেহেদী হাসান রকি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সকালে ঢাকা থেকে আমাদের ডুবুরি দল উদ্ধারের জন্য আসছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।