ঢাকা, সোমবার, ২ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৫৬, এপ্রিল ৪, ২০১৯
ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেত থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর মাঝিপাড়া এলাকার একটি ভুট্টা ক্ষেত থেকে সুর্যমোহন রায় ওরফে পিটারু (৩৯) নামে এক ভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে  মরদেহটি উদ্ধার করে পুলিশ।
 
পুলিশ জানায়, দৌলতপুর মাঝিপাড়া গ্রামের সুর্যমোহন রায় ওরফে পিটারু দীর্ঘীদন থেকে মাথা ব্যথায় ভুগছিলেন।

বিগত কিছুদিন থেকে প্রচণ্ড মাথা ব্যথায় কাতর থাকায় নিয়মিত ঘুমাতে পারছিলেন না তিনি। মঙ্গলবার  সন্ধ্যায় পিটারু বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর নিখোঁজ হন। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর তার কোনো সন্ধান পাননি।  

বুধবার এলাকার লোকজন পার্শ্ববর্তী ভুট্টা ক্ষেতে ঘাস তুলতে গেলে সুর্যমোহন রায়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর  দেওয়া হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। পিঠারু  ওই গ্রামের চিত্ত মোহন রায়ের ছেলে।  
ঠাকুরগাঁও সদর থানার ওসি (তদন্ত) চিত্ত রঞ্জন রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই। অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।