ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

সিলেটে গুলিতে যুবক নিহত, পুলিশ বলছে পরিকল্পিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫২, মার্চ ৩১, ২০১৯
সিলেটে গুলিতে যুবক নিহত, পুলিশ বলছে পরিকল্পিত

সিলেট: সিলেটের বালাগঞ্জ উপজেলায় ডাকাতের গুলিতে সাহাব উদ্দিন (২৬) নামে এক যুবক নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। তবে পুলিশ বলছে, এটা ডাকাতির ঘটনা নয়, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) ভোর ৪টার দিকে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের সাম্পার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহাব উদ্দিন সাম্পার কান্দি গ্রামের সুরমান আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রাতে সাম্পার কান্দি গ্রামের সুরমান আলী ও ছোরাব আলী মেম্বারের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। ডাকাতদের আক্রমণ প্রতিহত করতে সাহাব উদ্দিন এগিয়ে গেলে ডাকাতরা গুলি চালায়। এতে সাহাব উদ্দিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে পুলিশ ডাকাতের গুলিতে যুবক নিহতের ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলছে।

বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) গাজী আতাউর রহমান বাংলানিউজকে বলেন, যুবকটি গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু'জন আহত হয়েছেন। এটি ডাকাতির কোনো ঘটনা নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যা ও ডাকাতির আলামত সংগ্রহ করেছে।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।