ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

মশার উপদ্রবে শহরবাসী অতিষ্ঠ, নীরব কর্তৃপক্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২২, মার্চ ৩১, ২০১৯
মশার উপদ্রবে শহরবাসী অতিষ্ঠ, নীরব কর্তৃপক্ষ

হবিগঞ্জ: মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে উঠেছেন হবিগঞ্জ শহরবাসী। কয়েল জ্বালিয়ে, ওষুধ ছিটিয়ে, মশারি টানিয়ে নিস্তার পাওয়ার চেষ্টা করা হচ্ছে দোকানপাট-বাসাবাড়িসহ সব স্থানে। অভিযান পরিচালনা না করায় পৌর কর্তৃপক্ষের প্রতি ক্ষুব্ধ সাধারণ নাগরিকরা। বিশেষ করে নবজাতক শিশুদের ভয়ঙ্কর রোগ-বালাইয়ের আশঙ্কায় রয়েছেন মা-বাবার।

পৌর টাউন হল রোডের বাসিন্দা স্কুলছাত্রী মম চৌধুরী বাংলানিউজকে জানায়, মশার উপদ্রবে পড়াশোনার ব্যাঘাত ঘটছে। ঘরে নবজাতক থাকায় কয়েলও জ্বালানো যাচ্ছে না।

যে কারণে পুরো পরিবার পড়েছে বিপাকে।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে আসা রোকশানা আক্তার নামে এক নারী বাংলানিউজকে বলেন, তার সাত মাস বয়সী শিশুকে মশায় কামড় দিলে হাত ফুলে যায় এবং জ্বরে আক্রান্ত হয়। গত চার দিন ধরে জ্বর না কমায় ডাক্তারের শরণাপন্ন হয়েছেন তিনি।

পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, দিন-রাত ২৪ ঘণ্টা মশার উপদ্রবের মধ্যে থাকতে হচ্ছে তাদের। পৌরসভার পক্ষ থেকে কোনও ব্যবস্থা না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেছেন।

হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দেবাশীষ দাশ বাংলানিউজকে বলেন, মশার কামড়ে ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়াসহ বিভিন্ন রোগের সৃষ্টি হয়। এছাড়া কয়েল অথবা অ্যারোসলও মানবদেহের জন্য ক্ষতিকর। তাই বাড়ির আঙ্গিনা অথবা শহরের ড্রেন পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
 
এ ব্যাপারে হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস বাংলানিউজকে বলেন, শহরের ড্রেনগুলোতে ব্যাপক ময়লা-আবর্জনা থাকায় মশার উপদ্রব বেড়েছে। ড্রেনগুলো পরিষ্কার করা হচ্ছে না কেন জানতে চাইলে তিনি বলেন, ময়লা ফেলার জায়গা না থাকায় ড্রেন পরিষ্কার করা সম্ভব হচ্ছে না। তবে বিভিন্ন এলাকায় মশার ওষুধ ছিটিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।