ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

নির্মাণ শ্রমিকদের পেনশন স্কিম চালু করার দাবি       

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
নির্মাণ শ্রমিকদের পেনশন স্কিম চালু করার দাবি        নির্মাণ শ্রমিকদের মানববন্ধন-ছবি-জি এম মুজিবুর

ঢাকা: নির্মাণ শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালুর দাবি জানিয়েছে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ নামের একটি সংগঠন। শনিবার (১৬ ফেব্রুয়ারি)  সকাল সোয়া ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

সংগঠনের কার্যকরী সভাপতি মিজানুর রহমান বাবুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক ও দফতর সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।  

মানববন্ধনে বক্তারা বলেন, দেশে নির্মাণ শিল্পের সঙ্গে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করে।

প্রবাসী নির্মাণ শ্রমিকসহ এ সংখ্যা ৮০ লাখেরও ওপরে। আধুনিক নগর সভ্যতার মূল কারিগর হলেন এ শিল্পের শ্রমিকরা। অথচ সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ও অবহেলিত এই শ্রমিকরা। তাই এ বিশাল জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার আওতায় আনা সময়ের দাবি।  

অবিলম্বে নির্মাণ শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু করার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানানো হয়।  

মানববন্ধনে রাজধানীর বিভিন্ন এলাকার নির্মাণ শ্রমিকরা অংশগ্রহণ করেন।  

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৯
টিএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।