ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

গাছসহ বনবিভাগের ইনচার্জ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৪, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
গাছসহ বনবিভাগের ইনচার্জ আটক

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় চুরি করা গাছসহ বন বিভাগের ক্যাম্প ইনচার্জকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বরগুনা থেকে ট্রলারে করে নিয়ে আসা মূল্যবান গাছের ছয়টি গুঁড়িসহ তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম সুব্রত।

তিনি বন বিভাগের বরগুনা জেলার শারিকখালী ক্যাম্পের ইনচার্জ। কাঠ করার জন্য গাছগুলো তিনি কলাপাড়া নিয়ে আসছিলেন।

তার বিরুদ্ধে কলাপাড়া থানায় গাছ চুরির মামলা হয়েছে। যার নম্বর-১৬/১৯, তারিখ: ১৫-০২-১৯।  

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আলী আহম্মেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিতিতে তাকে গাছসহ আটক করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়ের শেষে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গাছগুলো থানা হেফাজতে রাখা হয়েছে।

এ বিষয়ে আঞ্চলিক বন কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের কাছে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, ঘটনা শুনেছি, বর্তমানে আমি ঢাকায় আছি, এখন কোনো মন্তব্য করতে পারছিনা।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।