ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

গলাচিপায় নারীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৪, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
গলাচিপায় নারীর মরদেহ উদ্ধার

পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপায় নতুন ভবন থেকে শিল্পী (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পৌরসভার নির্মাণাধীন গেস্ট হাউজের দ্বিতীয় তলা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

শিল্পীর স্বামীর নাম আল আমিন।

তিনি ভাসমান থাকতেন এবং পরিত্যক্ত প্লাস্টিক সংগ্রহ করতেন। ধারণা করা হচ্ছে আনুমানিক ৫/৬ দিন আগে তিনি গলাচিপায় আসেন। তারা স্বামী-স্ত্রী মাঝে মাঝে ঢাকা থেকে লঞ্চে গলাচিপা আসতেন আবার সপ্তাহ খানেক থেকে প্লাস্টিক সংগ্রহ করে চলে যেতেন।  

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বাংলানিউজকে জানান, স্বামী স্ত্রীর ঝগড়ার কারণে এ ঘটনা ঘতে পারে। স্বামী আল আমিনকে পাওয়া যায়নি। এ ব্যাপারে মামলা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।