ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

জাতীয়

বরিশালের কলেজছাত্রকে কুপিয়ে হত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৩, ফেব্রুয়ারি ১৫, ২০১৯
বরিশালের কলেজছাত্রকে কুপিয়ে হত্যা 

বরিশাল: বরিশাল নগরের বান্দ রোডের বঙ্গবন্ধু উদ্যানে রুবেল রাফসান (২০) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু নাইমুর রহমান মিতুল (২১)। 

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় মেহেদী হাসান রনি (৩০) নামে ওই ঘাতককে স্থানীয়দের সহযোগিতায় আটক করেছে পুলিশ।

রনি ঝালকাঠি পৌরশহরের ২ নম্বর ওয়ার্ডের কলেজ রোড এলাকার বাসিন্দা শওকত আলীর ছেলে।

আর নিহত রুবেল বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন মিয়ার ছেলে ও বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স প্রথম বর্ষের ইংরেজি বিভাগের ছাত্র।  

আর আহত মিতুলের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ এলাকায়। তিনি সৈয়দ সরকারি হাতেম আলী কলেজের ছাত্র।  

বাংলানিউজকে মিতুল জানান, তারা উদ্যানে বসেছিলেন। রুবেলের ওপর আকস্মিকভাবে রনি হামলা চালায়। এতে বাঁধা দিতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়।  

বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম জানান, রুবেলের বোনের সঙ্গে মেহেদী হাসান রনির বিবাহ বিচ্ছেদ হয়। এরপরও রনি সাবেক স্ত্রীকে উত্ত্যক্ত করে আসছিলো। এ নিয়ে রুবেল তার বন্ধুদের নিয়ে উদ্যানে রনিকে মানা করতে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা হামলার শিকার হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় হামলাকারী রনিকে আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আইন অনুযায়ী ঘাতকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৯
এমএস /এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।