ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

পরকীয়ার জেরে স্বামীর লিঙ্গ কর্তন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, জানুয়ারি ১২, ২০১৯
পরকীয়ার জেরে স্বামীর লিঙ্গ কর্তন

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে পরকীয়ার কারণে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী রোজিনা বেগমকে (২৫) আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ধারমাইয়ের বালিথা এলাকার মোহাম্মদ আলির বাড়িতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে স্বামী মোহম্মদ সুমন মিয়াকে (৩০) খাবারের সঙ্গে ঘুমের ট্যাবলেট খাইয়ে দেন তার স্ত্রী রোজিনা।

পরে রাত ১টার দিকে ধারালো ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে দেন। এসময় সুমনের চিৎকারে পাশের বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করেন।

এ ব্যাপারে এনাম মেডিকেল কলেজের অপারেশন থিয়েটারের (ওটি) ইনচার্জ নাছির উদ্দিন বলেন, গোপনাঙ্গে অপারেশন করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে তার অবস্থা আশঙ্কা মুক্ত।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বিপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় স্ত্রী রোজিনাকে আটক করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।