ঢাকা, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

সহিংসতামুক্ত নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৩, ডিসেম্বর ১০, ২০১৮
সহিংসতামুক্ত নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন ইউরোপীয় ইউনিয়নের পতাকা

ঢাকা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহিসংতামুক্ত রাখতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার (১০ ডিসেম্বর) ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে বাংলাদেশ সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচনী কার্যক্রমে  জড়িত সব প্রতিষ্ঠানকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে উদ্যোগ নিতে আহ্বান জানায় ইউরোপীয় ইউনিয়ন।

একইসঙ্গে গণমাধ্যম ও সুশীল সমাজের পর্যবেক্ষণে স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার তাগিদ দেয় ইইউ।

বিবৃতিতে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন প্রয়োগে কঠোর ভূমিকার নেয়ার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এছাড়া চলমান জাতীয় উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশের সকল নাগরিকদের জন্যই অংশগ্রহণমূলক নির্বাচন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মনে করে ইউরোপীয় ইউনিয়ন।

ওই বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সে তিরিঙ্ক, নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেনে হোলেস্টাইন সই করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৮
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।