ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে ইভিএম মেলা ২৭ অক্টোবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৯, অক্টোবর ২৪, ২০১৮
সিলেটে ইভিএম মেলা ২৭ অক্টোবর

সিলেট: নির্বাচন কমিশনের উদ্যোগে বিভাগীয় শহর সিলেটে শুরু হচ্ছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মেলা।

আগামী শনিবার (২৭ অক্টোবর) সিলেট জেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে আঞ্চলিক নির্বাচনী কার্যালয়। ওইদিন  সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ইভিএম এর মাধ্যমে ডেমো ভোট গ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

এদিন মেলায় সকাল ১১টায় আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মেলা সফলভাবে সম্পন্ন করার জন্য এরইমধ্যে আঞ্চলিক নির্বাচন কার্যালয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

সিলেট জেলা সিনিয়র নির্বাচনী কর্মকর্তা খোরশেদ আলম বাংলানিউজকে বলেন, ডেমো ভোটের জন্য মেলায় ১০টি ইলেক্ট্রনিক ভোটিং মেশিন রাখা হবে। এছাড়া নিয়ন্ত্রণ কক্ষসহ ছয়টি স্টল করা হবে।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।