ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

জাতীয়

নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, অক্টোবর ২৩, ২০১৮
নড়াইলে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২৪

নড়াইল: নড়াইলে বিশেষ অভিযান চালিয়ে বিএনপিকর্মী, মাদকবিক্রেতা ও সাজাপ্রাপ্ত আসামিসহ ২৪জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের নামপরিচয় পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর থানা থেকে পাঁচজন, লোহাগড়া আটজন, কালিয়া সাতজন এবং নড়াগাতি থেকে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামিদের নামে বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।