ঢাকা, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

জাতীয়

‘শেখ মুজিবুর একটি আবেগ-অনুভূতির নাম’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৯, অক্টোবর ৪, ২০১৮
‘শেখ মুজিবুর একটি আবেগ-অনুভূতির নাম’ বঙ্গবন্ধু কর্নারে দুই শিক্ষিকা। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তুলে ধরতে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় বিশেষ আয়োজন করেছে ঢাকা জেলা প্রশাসন। মেলায় প্রবেশপথের ডান পাশে ৬৪ নম্বর স্টলে দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু কর্নার’। ওই কর্নারে রয়েছে বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিছু দুর্লভ ছবি।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) সকালে মেলা শুরুর পর শিশু থেকে বৃদ্ধ সব বয়সী লোকজন ভিড় করছেন বঙ্গবন্ধু কর্নারে।  

এ স্টল ঘুরে আসা অাগারগাঁও তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অানজুমান অারা ও মনোয়ারা রহমানের সঙ্গে কথা হয় বাংলানিউজের।

তারা বলেন, ‘বঙ্গবন্ধু অাবেগ ও ভালোবাসার জায়গা। একটা অনুভূতির নাম শেখ মুজিবুর রহমান। অাবার কষ্টেরও জায়গা। যে জাতির জনকের কারণে দেশ পেলাম, তাকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে জাতিসত্তাকেই ধ্বংস করা হলো। এ কষ্ট বর্ণনা করার মতো নয়। ’

ঢাকা জেলা প্রশাসনের তেজগাঁও জোনের সহকারী কমিশনার শরীফুল ইসলাম তানভীর বলেন, তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া মেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও কাজের অগ্রগতি তুলে ধরা হচ্ছে।   

‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮। ঢাকা জেলা প্রশাসনের অায়োজনে এবারের মেলায় ১০৮টি প্রতিষ্ঠান ৩৩০টি স্টল অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
টিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।