ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

হিজলায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫২, সেপ্টেম্বর ২৬, ২০১৮
হিজলায় বজ্রপাতে গৃহবধূর মৃত্যু 

ব‌রিশাল: বরিশালের হিজলায় বজ্রপাতে মানিকজান (৬০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন তার স্বামী হাসেম ঘরামী। 

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার গৌরবদী ইউনিয়নের চর কুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।  

বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, সন্ধ্যায় মানিকজান ঘর থেকে বের হয়ে বাড়ির পাশে যাচ্ছিলেন।

তার স্বামী হাসেম ঘরামীও সঙ্গে ছিলেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই মানিকজানের মৃত্যু হয়। গুরুতর আহত হন হাসেম ঘরামী।  

পরে পরিবারের সদস্যরা হাসেম ঘরামীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে ভর্তি করেন।  

বাংলা‌দেশ সময়: ২২৫১ ঘণ্টা, সে‌প্টেম্বর ২৫, ২০১৮
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।