ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

কমলাপুরে ট্রেনে কাটা পড়ে পা হারালো কিশোর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩২, সেপ্টেম্বর ২৫, ২০১৮
কমলাপুরে ট্রেনে কাটা পড়ে পা হারালো কিশোর আহত রিপন, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর কমলাপুরে ট্রেনে কাটা পড়ে রিপন মিয়া (১৫) নামে এক কিশোরের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

পরে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

টোকাই রিপন ওইসময় কমলাপুর এলাকায় রেল লাইনের পাশে ঘুমিয়ে ছিল।

রিপনকে হাসপাতালে নিয়ে আসা নিরব বাংলানিউজকে বলেন, রেল লাইনের পাশে রিপন ঘুমিয়ে ছিল। এসময় মালবাহী একটি ট্রেনে কাটা পড়ে যায় তার দুই পা। এতে তার বাম পায়ের গোড়ালির ওপরে বিচ্ছিন হয়ে যায়। এছাড়া ডান পায়ের অবস্থাও বেশি ভালো নয়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। খবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এজেডএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।