ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

হরিণাকুন্ডুতে অস্ত্রসহ চরমপন্থি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৪, সেপ্টেম্বর ২৫, ২০১৮
হরিণাকুন্ডুতে অস্ত্রসহ চরমপন্থি আটক

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রাম থেকে অস্ত্র ও গুলিসহ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (এমএল) জনযুদ্ধের আঞ্চলিক প্রধান অনজের আলীকে (৪৩) আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ভোরে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।  আটক অনজের আলী পার্বতীপুর গ্রামের মৃত সাবদার আলীর ছেলে।

ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে অনজের আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।  

আটক অনজের আলীর নামে হরিণাকুন্ডু থানায় হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।