ঢাকা, শনিবার, ১ ভাদ্র ১৪৩২, ১৬ আগস্ট ২০২৫, ২১ সফর ১৪৪৭

জাতীয়

ইলিশের জমজমাট হাট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৩, সেপ্টেম্বর ২৫, ২০১৮
ইলিশের জমজমাট হাট ইলিশের হাট

লক্ষ্মীপুর: ঝুঁড়ি ভরা ইলিশ। ডালায় সাজিয়ে নিয়ে সারি বেধে বসেছেন ব্যবসায়ীরা। ক্রেতাদের জটলা। চলছে দর কষাকষি। হচ্ছে বিক্রি। লোকজনও থলে ভরে কিনছেন। এমনই জমজমাট ইলিশের হাট লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাটে। বাজারের এ সরগরম অবস্থায় বোঝা যায় মেঘনায় ইলিশ ধরা পড়ছে। 

জেলার কমলনগর উপজেলা সদরের বাজারের নাম হাজিরহাট। এটি ইলিশের হাট হিসেবে পরিচিত।

এখানে প্রচুর ইশিল বিক্রি হয়। টাটকা ইলিশ কিনতে সবাই ছুটে আসেন এই হাটে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ক্রেতা সমাগম থাকায় ব্যবসায়ীদেরও টার্গেট হাজিরহাট। এখানে ইলিশ কেনাবেচায় ক্রেতা-বিক্রেতা উভয় তুষ্ট। নদীতে ইলিশ ধরা পড়লে হাজিরহাটে লাখ-লাখ টাকার ইলিশ বিক্রি হয়।

বাজারের আশপাশে বেশ কয়েকটি ঘাট রয়েছে। জেলেরা ইলিশ ধরে ঘাটে ফেরেন। গদিতে উঠাতে কিনে নেন ব্যবসায়ীরা। ঘাট থেকে খুব দ্রুত ইলিশ চলে যায় হাজিরহাটে। বসে জমজমাট ইলিশের হাট।

ইলিশের হাটসোমবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টায় হাজিরহাট মাছ বাজারে গিয়ে দেখা যায়, বাজারে প্রচুর ইলিশ। ক্রেতা সমাগমও বেশ। দামও নাগালের মধ্যে। এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি সাতশ’ টাকা। সাড়ে চারশ’ থেকে পাঁচশ’ টাকায় মিলছে ৫শ’ গ্রাম ওজনের এক কেজি ইলিশ। তিন ইলিশে এক কেজি এমন মাছ বিক্রি হচ্ছে সাড়ে তিনশ’ থেকে চারশ’ টাকা।  

স্থানীয় জেলেরা বলছেন, শেষ মুহূর্তে এসে ইলিশ ধরা পড়ছে। মৌসুমের শুরু থেকে নদীতে ইলিশের আকাল ছিলো। এবার কাঙ্খিত ইলিশ ধরা না পড়ায় নৌকা-জালের পুঁজিও উঠবে না।

ব্যবসায়ীরা বলছেন, গত ৩/৪ দিন থেকে মেঘনা নদীতে ইলিশ ধরা পড়ছে। দামও কমেছে। যে কারণে বাজার ইলিশের দখলে।

হাজিরহাট মাছ বাজারের ইজারাদার মো. সফিক বলেন, ইলিশ ধরা পড়লে বাজার জমজমাট হয়ে ওঠে। মধ্যরাত পর্যন্ত বেচাবিক্রি হয়। জেলার বিভিন্ন স্থান থেকে লোকজন এসে বস্তা-বস্তা ইলিশ কিনে নিয়ে  যান। বাজার জমজামট থাকলে প্রতিদিন এ বাজারে ১০ লাখ টাকার ইলিশও বিক্রি হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ০৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৮
এসআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।