ঢাকা, সোমবার, ৩ ভাদ্র ১৪৩২, ১৮ আগস্ট ২০২৫, ২৩ সফর ১৪৪৭

জাতীয়

রোববার ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:৪৭, সেপ্টেম্বর ২৩, ২০১৮
রোববার ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

ঢাকা: রোহিঙ্গা সমস্যা মোকাবেলায় কিভাবে সহযোগিতা করা যায়- সে বিষয়ে আলোচনা করতে বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টইউং স্ক্যাফার রোববার ঢাকায় আসছেন। ঢাকা সফরের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।

শনিবার (২২ সেপ্টেম্বর) বিশ্বব্যাংক থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাংকের দক্ষিণ এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টইউং স্ক্যাফার প্রথমবারের মতো ঢাকায় আসছেন।

ঢাকা সফরের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।

এছাড়া রোহিঙ্গা ইস্যুতে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করবেন। একই সঙ্গে হার্টইউং স্ক্যাফার বিশ্বব্যাংকের একটি প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে যোগ দেবেন।

রোহিঙ্গা সংকট মোকাবেলায় বিশ্বব্যাংক সহায়তা দিয়ে আসছে। বাংলাদেশ সফরকালে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট রোহিঙ্গাদের সহায়তার পাশাপাশি বিভিন্ন বিষয়ে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করবেন।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৮
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।